20.9 C
Rangpur City
Monday, December 23, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে সুইপার পেশায় নিয়োজিত থেকে বাইসাইকেল চুরি

রংপুরে সুইপার পেশায় নিয়োজিত থেকে বাইসাইকেল চুরি

১আগস্ট,রবিবার ২০২১ বিকেলে রংপুরে দু’জন সুইপারকে বাইসাইকেল চুরির অপরাধে পুলিশ মহানগর আদালত মাধ্যমে জেলহাজতে পাঠায়। বাইসাইকেল চুরির অপরাধে এই দু’জন সুইপারকে ৩১জুলাই,শনিবার মধ্যরাতে আটক করে পুলিশ। পরে ছোট-বড় ১২টি চোরাই বাইসাইকেল উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন রংপুর সদর হাসপাতাল চত্ত্বরের সুইপার কলোনীতে বসবাসকারী মানিক লাল (৩০) পিতা- দিলীপ লাল ও রাজ কুমার (৩০) পিতা-দ্বীপক বাসফোড়। বিভিন্ন বাসা-বাড়িতে দীর্ঘদিন ধরে সুইপারের পরিচয় দিয়ে কাজের খোঁজ করার ছলে বাইসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে আনে। দীর্ঘদিন সুইপার পেশায় নিয়োজিত থেকে কাজের ফাঁকে তারা সংঘবদ্ধভাবে একটি চোর চক্র গড়ে তোলে।

লিখিত অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে রংপুর টাউন হলের সামনে মানিক লালকে আটক করা হয়। এ বিষয়টি অবগত করেন জনাব,এরশাদ আলী,(এসআই)রংপুর মেট্রোপলিটন পুলিশ,কোতয়ালি থানা।
বাইসাইকেল চুরির বিষয়ে মানিক লালকে জিজ্ঞাসাবাদ করা হলে তার সঙ্গী রাজ কুমারের বাড়িতে চোরাই বাইসাইকেল রাখার বিষয়ে তথ্য দেয় সে। সেই প্রেক্ষিতে সুইপার কলোনীতে পুলিশ অভিযান পরিচালনা করে রাজ কুমারকে আটক করে ও দু’টি চোরাই বাইসাইকেল উদ্ধার করে।

আটককৃত দু’জন অপরাধীর তথ্যের ভিত্তিতে রংপুর সদর হাসপাতাল সুইপার কলোনী, রাধাবল্লভ সুইপার কলোনী, কাচারী বাজার সুইপার কলোনী থেকে আরো দশটি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।

দীর্ঘদিন ধরে সুইপার পেশার পাশাপাশি আসামীরা চুরির মতো অপরাধের সঙ্গে জড়িত। তারা মূলত বিভিন্ন বাসাবাড়িতে সুইপারের কাজের খোঁজ করতে গিয়ে বাইসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে কমদামে বিক্রি করত বলে জানান – জনাব,আব্দুর রশিদ,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কোতয়ালি থানা রংপুর।

(ছবি সংগৃহীত)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য