31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে সরকারি কবরস্থানের গাছ অবৈধভাবে কাটার প্রতিবাদে মানববন্ধন

রংপুরে সরকারি কবরস্থানের গাছ অবৈধভাবে কাটার প্রতিবাদে মানববন্ধন

মোঃ সাকিব চৌধুরী,

রংপুরে সরকারি কবরস্থানের গাছ অবৈধভাবে কাটার প্রতিবাদে নীলকন্ঠ ছোটাপীর এলাবাসীর মানববন্ধন। রংপুর জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেছেন নীলকন্ঠ ছোটাপীর এলাবাসী।

সোমবার (২৫ জুলাই) বেলা ১২টায় রংপুর নগরীর ১৯ নং ওয়ার্ডের নীলকন্ঠ ছোটাপীর সরকারি কবরস্থানের গাছ অবৈধভাবে কাটার প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন নীলকন্ঠ ছোটাপীর এলাবাসী বীর মুক্তিযোদ্ধা রজব আলী, আনোয়ার হোসেন, আশরাফ মিয়া, মোখলেছুর রহমান, সালেহা বেগম, রোকসানা বেগম, রোকেয়া বেগম সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নীলকন্ঠ ছোটাপীর এলাকাধীন প্রায় শত বছর আগের ভারত সম্রাটের ৪০ রেকোডিয় জায়গা, বাংলাদেশ সরকারের খাস খতিয়ার নাম্বার- ১ এর ৩৫৮ দাগের ১৭ শতক জমির উপর এই পুরাতন কবরস্থান অবস্থিত রয়েছ।

কবরস্থানে প্রায় ৫০/৬০ বছরের ছোট-বড় বিভিন্ন প্রজাতীর কয়েকশত গাছ রয়েছে। এলাকার কতিপয় ব্যক্তি নিজ স্বার্থ হাসিলের জন্য সম্প্রতি পুরাতন বট গাছ সহ সকল গাছ কেটে ফেলে। এতে এলাকাবাসী বাধা দিলে তারা কোন কর্ণপাত না করে গাছ কাটতে থাকে।

এমতাবস্থায় এলকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে দেয়। এই অবৈধ গাছ কাটায় নেতৃত্ব দেন একই এলাকার এনছার উদ্দিন, আফজাল হোসেন, আবু সালেহ মোঃ লিটন, জহুরুল ইসলাম। তাই আমরা এলাকাবাসী গাছ কাটা ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য