স্টাফ রিপোর্টার:
রংপুরের দেওয়ানবাড়ি রোডের লোহাপট্টির বিউটি হার্ডওয়ারের দোকানে হামলা চালিয়ে তছনছ ও লুটপাট করেছে এক দল সন্ত্রাসী। অভিযোগ উঠেছে, মামলার জের ধরে ভূয়া কাগজের মালিক দাবি করে এ হামলার নেতৃত্ব দিয়েছেন ফজলুল হক, তার ছেলে রাকিবুল (তুষার) ও হাসিবুল তামিমসহ অজ্ঞাত লোকজন।
হামলার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে দেওয়ান বাড়ী রোড ব্যবসায়ী সমিতি ও তালতলা রোড ব্যবসায়ী সমিতির আয়োজনে ২০আগস্ট,শনিবার বেলা ১২ টায় দোকান বন্ধ রেখে নগরীর বেতপট্রি রোডে মানবন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়- বিউটি হার্ডওয়ারের দোকানটিকে নিজের দাবি করে মাস দুয়েক আগেও ফজলুল ও তুষারের নেতৃত্বে সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়েছিলেন। একারণে মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা করেছিলেন দোকান মালিক জুলফিকার আলী খান ভুট্টু । মামলার জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ একদল সন্ত্রাসী নিয়ে, দোকানে ঢুকে সিসি ক্যামরা ভাংচুরসহ হামলা চালায় ফজলু,তুষারগং। হামলা শেষে, যাওয়ার সময় দোকানে তালা লাগিয়ে চলে যায় তারা। পরে এলাকার ব্যবসায়ীরা ভুট্টুকে তালা ভেঙ্গে দোকান ফিরিয়ে দেন।