স্টাফ রিপোর্টার-
২৪ জুন,২০২৪,সোমবার,বিকেল ৬টায় শিল্পধারা কার্যালয়,পীরপুর,আলমনগর রংপুরে অনলাইন পোর্টাল “সত্যের কণ্ঠ২৪” এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
“সত্যের কণ্ঠ২৪” এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই শিল্পধারা কর্যালয়ে বিরাজ করে উৎসবের আমেজ। বিভিন্ন বিভাগের কর্মীরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উৎসবে আগতদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবের রঙে রঙিন হয়ে উঠে প্রতিনিধিদের মিলন মেলা।
তিন বছরে পা দেয়ার দিনকে স্মরণীয় করে রাখতে শিল্পধারা কার্যালয়, পীরপর,আলম নগর রংপুরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের অনলাইন পোর্টাল “সত্যের কণ্ঠ ২৪” এর শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি প্রাণবন্ত করে তোলে এ আয়োজন।
বিকেল ৬টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় “সত্যের কণ্ঠ২৪” এর জন্মদিন উদযাপনের অনুষ্ঠানমালা। এ সময় তারা পরস্পরের মুখে কেক তুলে দেন। উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং “সত্যের কণ্ঠ ২৪” পরিবারের সদস্যরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান।
জন্মদিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আব্দুর রহমান রেজু এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “সত্যের কণ্ঠ ২৪” এর প্রধান উপদেষ্টা কামরুজ্জামান চৌধুরী তুহিন। মোছা:মনোয়ারা সুলতানা মলি,কাউন্সিলর, রসিক ২১,২৬,২৭ নং ওয়ার্ড, মহিলা সংরক্ষিত আসন। মাহমুদন নবী বাবুল,শিল্পধারার উপদেষ্টা। মো:আব্দুল কাইয়ুম, রসিক ২৭ নং ওয়ার্ড,জাপা সাধারণ সম্পাদক।সত্যের কণ্ঠ ২৪ এর সম্পাদক ও প্রকাশক, মো:রফিকুল ইসলাম লিখু। “সত্যের কণ্ঠ ২৪” এর ভারপ্রাপ্ত সম্পাদক /বার্তা সম্পাদক মো:সাজেদুল করিম, সিনিয়র স্টাফ রিপোর্টার সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ইউনুছ কবির মিঠু, রংপুর জেলা প্রতিনিধি, আহসানুল হক তুহিন, লায়তুল ইসলাম রোদেলা,শিশু সাংবাদিক, নিঝুম,শিক্ষা নবিশ সাংবাদিক সহ এলাকার
সম্মানিত ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।