মো: সাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার
১৯আগস্ট,২০২২,শুক্রবার বিকাল ০৪টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে রংপুর টাউন হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তাফিজুর রহমান মোস্তফা, মেয়র, রংপুর সিটি কর্পোরেশন। জনাব মো: আবু বকর সিদ্দীক, ডিসি(সিটিএসবি), রংপুর মেট্রোপলিটন পুলিশ। জনাব মো: গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)। জনাব তুষার কান্তি মন্ডল, সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামীলীগ। সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর জেলা ও মহানগর শাখা এবং স্থানীয় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ র্যালী শান্তিপূর্ণভাবে রংপুর মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান সমাপ্ত হয়।