নিজস্ব প্রতিনিধি:
শিল্পধারা’র ১৯ বছর পদার্পণে ২জানুয়ারি,২০২২,রবিবার আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টেশন রোড পীরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিগত বছরগুলোর ন্যায় এবারও উৎসব পালিত হয়।
শিল্পধারা’র ১৯বছর পদার্পণ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছিল শিল্পধারা শিশু-কিশোর সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি।
“সত্যের কণ্ঠ ২৪”কে শিল্পধারা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক বলেন,শিল্পধারা সংগঠনটি শিক্ষা, পরিবেশ ও সাংস্কৃতিক অবকাঠামোর উন্নয়নে এবং শিশু- কিশোরদের মানসিক প্রতিভার বিকাশে সূচনালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে।স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে শিল্পধারা সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। শিল্পধারা’র উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।
উক্ত অনুষ্ঠানে পথশিশু থেকে শুরু করে সংগঠনের সাথে সংশ্লিষ্ট ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ,
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্পধারা’র ১৮বছর পদার্পণ ২০২১ উপলক্ষে সারা দেশব্যাপী অনলাইনের মাধ্যমে সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরবর্তীতে শিল্পধারা’র ভালোবাসার কেক ও খাবার মাদ্রাসার এতিমদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ প্রান্তে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।