নিজস্ব প্রতিনিধি:
১২ সেপ্টেম্বর,২০২১,রবিবার রংপুর সহ সারাদেশে খুলে গেল সরকারি নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে সকল স্কুল- কলেজ। রংপরে সকাল থেকেই স্কুল-
কলেজমুখী শিক্ষার্থীদের রাস্তায় চলাচল করতে দেখা যায়।
স্কুল ড্রেস পরিধান করে শিক্ষার্থী ছুটে চলে স্কুলের দিকে। স্কুলের সামনে আবার অনেক অভিভাবককে দেখা যায় তাদের কোমলমতি সন্তানদের স্কুলে পৌঁছে দিতে। কেউ কেউ ছুটি পর্যন্ত অপেক্ষা করেন।আঠারো মাস পর স্কুল কলেজ খুললেও শিক্ষার্থী-অভিভাবক বিপুল উৎসাহ নিয়ে স্কুল-কলেজের প্রবেশদ্বারে সঠিক সময়ে স্বাস্থ্যবিধি মেনে হাজির হন। স্কুল-কলেজের শিক্ষক মণ্ডলীকেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়।