নিজস্ব প্রতিনিধি :
২৭জুলাই,মঙ্গলবার২০২১ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ এর পঞ্চম দিনেও রংপুরে চলছে কঠোর বিধি – নিষেধ। সকাল থেকেই মহাসড়কে শুধু মালবাহী ট্রাক ও পিকআপ চলাচল করে। নগরীর সড়কে কিছু সংখ্যক রিক্সা,অটোরিক্সা,
বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়। হালকা যানবাহন সীমিত আকারে সড়কে চলাচল করলেও প্রশাসন যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় কাগজ পত্র চেক করে জরিমানা করেন। নগরীর সড়কে অপ্রয়োজনে লোকজন বের হলেই প্রশাসন তাদের সচেতন হওয়ার পারমর্শ দেন। প্রশাসনের কঠোর অবস্থানে বিধি-নিষেধের পঞ্চম দিনে লোকজন বাইরে কম দেখা যায় । কঠোর বিধি-নিষেধের কারণে রংপুরে জরুরী পরিসেবার প্রতিষ্ঠান ব্যতীত শপিংমল,
মার্কেট,দোকানপাট বন্ধ রয়েছে ।নগরীর সড়কের বিভিন্ন পয়েন্টে প্রশাসনসহ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়।