সাজেদুল করিম
২৪জুলাই,শনিবার২০২১ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ এর দ্বিতীয় দিন।রংপুরে প্রশাসন মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকাল থেকে সারাদিন মহাসড়ক সহ নগরীর বেশিরভাগ সড়ক ফাঁকা ও লোকজনের সমাগম কম। প্রয়োজন ব্যতিরেকে লোকজন বাইরে কম বের হতে দেখা যায়। জরুরী পরিসেবার প্রতিষ্ঠান ব্যতীত সবকিছু বন্ধ। অপ্রয়োজনে বের হলে প্রশাসনের ঘরে ফেরার আহ্বান।
সড়কে ভারী যানবাহন না থাকলেও থেকে থেকে দুই একটা করে হালকা যানবাহন, রিক্সা,অটোরিক্সা,মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়,কিন্তু প্রশাসন থামিয়ে জিজ্ঞাসা বাদ করে প্রয়োজনীয় কাগজপত্র চেক করে ও বিভিন্ন কারণে জরিমানাও করা হয়।রংপুরের প্রবেশ পথসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। পুলিশ বাহিনী গাড়িতে মাইকিং করে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানায় ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরমর্শ দেন।
ভ্রাম্যমাণ আদালত সকাল থেকেই কাজ করে যাচ্ছেন। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে রংপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে শুরু করে সকল স্থানে কঠোর নজরদারি।
রংপুরের পুরো নগরীসহ মহাসড়কে সেনাবাহিনী,র্যাব,পুলিশ,বিজিবি,আনসারবাহিনীকে গাড়িতে করে টহল দিতে ও জনগণকে সচেতন করতে দেখা যায়।।