সাজেদুল করিম
৫জুলাই,২০২১ সোমবার কঠোর লকডাউনের পঞ্চম দিনেও প্রশাসনের থেমে নেই কার্যক্রম। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য সাতদিনের কঠোর লকডাউনের বিধি নিষেধের পঞ্চম দিনেও রংপুরে প্রশাসন নিরলসভাবে মাঠে ছুটে চলেছে। লকডাউনের পঞ্চম দিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ও মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে প্রশাসন সদা তৎপর। লোকজন ঘর থেকে বের হলেই চলছে প্রশাসনের জিজ্ঞাসাবাদ ও বাইক আরোহী ও প্রাইভেট গাড়ি থামিয়ে প্রয়োজনীয় কাগজ পত্র চেক করা হচ্ছে। মাঠে বিদ্যমান ভ্রাম্যমান আদালত।
বিধি-নিষেধ অমান্য করে চলাচল করায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন প্রয়োগের মাধ্যমে যানবাহন আটক ও জরিমানা করে প্রশাসন। লকডাউনের পঞ্চম দিনেও রংপুর নগরে মার্কেট,শপিংমল ও দোকানপাট বন্ধ জরুরী পরিসেবা বাদে। রংপুরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য চলছে প্রশাসনের মাইকিং। মহাসড়ক সহ নগরের রাস্তায় সেনাবাহিনী, বিজিবি,র্যাব ও পুলিশবাহিনীর গাড়িতে টহল বিদ্যমান। রাস্তায় প্রয়োজনীয় পণ্যবাহী হালকা- ভারী যানবাহন সহ কিছুসংখ্যক রিক্সা – ভ্যান চলাচল করতে দেখা যায়।