সাজেদুল করিম
২জুলাই,২০২১ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কঠোর লকডাউনের দ্বিতীয়দিন। সকাল থেকে থেমে থেমে বৃষ্টির আবির্ভাব, সাপ্তাহিক ছুটি ও লকডাউনের কারণে বাজার ও পাড়া-মহল্লার অলিগলিতে লোকজনের সমাগম কম দেখা যায়। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সাত দিনের লকডাউনে কঠোর বিধিনিষেধ থাকলেও রংপুর মহানগরে প্রয়োজনে-অপ্রয়োজনে লকডাউনের দ্বিতীয় দিনেও কিছু লোকজনের বাইরে বের হওয়ার চিত্র লক্ষ্য করা যায়। কিন্তু লকডাউনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও প্রশাসনের কঠোর ভাবে তা নিয়ন্ত্রণ করতে দেখা যায়। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে ক্রেতা ও বিক্রেতাদের দিকে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনের নজরদারি ছিল। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে সচেতন করতে প্রশাসন বদ্ধপরিকর।
রংপুরে সামাজিক দূরত্ব,মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। লকডাউনের দ্বিতীয় দিনে রাস্তায় শুধু অল্পসংখ্যক পণ্যবাহী ভারী ও হালকা যানবাহন চলাচল করতে দেখা যায়। দ্বিতীয় দিনেও শপিংমল, দোকানপাট ও মার্কেট বন্ধ ছিল । রংপুরের মডার্ন মোড়,লালবাগ,পার্কমোড়,শাপলা চত্ত্বর,গ্রান্ড হোটেল মোড়, জাহাজ কোম্পানি মোড়,পায়রা চত্ত্বর,কাঁচারী বাজার,ডিসি মোড়,মেডিকেল মোড় সহ বিভিন্ন এলাকায় পুলিশ চেকপোস্ট লক্ষ করা যায়।