সাজেদুল করিম
৩জুলাই,২০২১ শনিবার কঠোর লকডাউনের তৃতীয় দিনেও থেমে নেই প্রশাসনের অভিযান। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাতদিনের কঠোর লকডাউনের বিধি নিষেধের তৃতীয় দিনেও রংপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে অভিযান পরিচালনায় তৎপর। ঘরের বাইরে বের হওয়া মানুষের উপর প্রশাসনের রয়েছে নজরদারি। অযথা ঘর থেকে বের হলেই প্রশাসনের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মানুষকে।
লোকজনকে প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে চলাফেরা বন্ধ করতে মাঠে রয়েছে ভ্রাম্যমান আদালত। লকডাউনের তৃতীয় দিনেও রংপুরে মার্কেট,শপিংমল ও দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসন বিশেষভাবে পরামর্শ জ্ঞাপন করে যাচ্ছে। রাস্তায় নিয়মিত সেনাবাহিনী, বিজিবি,র্যাব ও পুলিশের গাড়ি টহল দিচ্ছে। মহাসড়কে কিছু পণ্যবাহী ভারী ও হালকা যানবাহন চলাচল করতে দেখা যায়। রংপুরের প্রবেশ পথ সহ বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। যেমন -শাপলা চত্ত্বর,জাহাজ কোম্পানি মোড়,পায়রা চত্ত্বর, সিটি বাজার,ডিসি মোড় , মেডিকেল মোড়।