সাজেদুল করিম
৪ জুলাই,২০২১ রবিবার কঠোর লকডাউনের চতুর্থ দিনেও প্রশাসনের অভিযান অব্যাহত। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ কমাতে সাতদিনের কঠোর লকডাউনের বিধি নিষেধের চতুর্থ দিনেও রংপুরে প্রশাসনের মাঠে অভিযান পরিচালনায় পরিপূর্ণ মাত্রায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। লোকজন ঘর থেকে বের হলেই প্রশাসন প্রয়োজন জানতে জিজ্ঞাসাবাদ করছে। অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মাঠে অব্যাহত রয়েছে ভ্রাম্যমান আদালত। গত তিন দিনের ন্যায় লকডাউনের চতুর্থ দিনেও রংপুর নগরে মার্কেট,শপিংমল ও দোকানপাট বন্ধ আছে। রংপুরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসন সর্বদা সরাসরি ও মাইকিং করে পরামর্শ প্রদান করছে।
মহাসড়ক সহ নগরের রাস্তায় সেনাবাহিনী, বিজিবি,র্যাব ও পুলিশবাহিনী গাড়িতে টহল দিয়ে যাচ্ছে। রাস্তায় পণ্যবাহী হালকা- ভারী যানবাহন সহ কিছুসংখ্যক রিক্সা – ভ্যান চলাচল রয়েছে। বাস টার্মিনালে যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে। রংপুরের প্রবেশ পথ সহ শাপলা চত্ত্বর,জাহাজ কোম্পানি মোড়,পায়রা চত্ত্বর, সিটি বাজার,ডিসি মোড় , মেডিকেল মোড় সহ বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট মোতায়েন আছে। রংপুর মেট্রোপলিটন এলাকায় লকডাউনের চতুর্থ দিনেও বিধি নিষেধ মেনে চলার লক্ষ্যে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করে।