24.1 C
Rangpur City
Tuesday, October 14, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে র‌্যাবের হাতে দুই মাদক চোরাকারবারি গাঁজাসহ গ্রেফতার মাইক্রোবাস জব্দ

রংপুরে র‌্যাবের হাতে দুই মাদক চোরাকারবারি গাঁজাসহ গ্রেফতার মাইক্রোবাস জব্দ

স্টাফ রিপোর্টার:

শুক্রবার ২ সেপ্টেম্বর মধ্য রাতে র‌্যাব-১৩, রংপুর গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ১টি মাইক্রোবাসে অবৈধ মাদক ভর্তি করে রংপুর থেকে সিরাগঞ্জের দিকে যাচ্ছে। এমনসংবাদের প্রেক্ষিতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল রংপুর মহানগরীর তাজহাট থানাধীন রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর বিপরীত পার্শে পায়রাবন্দ গামী পাঁকা রাস্তায় চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়।

চেকপোষ্ট চলাকালে সন্দেহভাজন ১টি মাইক্রোবাস তল্লাশি করে মাইক্রোবাসের বডির ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২১ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দসহ ২ জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত বড়খাতা গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মাদক চোরাকারবারি (মাইক্রোবাসের ড্রাইভার) মোঃ শাকিল হোসেন (২৬) এবং একই এলাকার মোঃ আবুল কালাম আজাদ এর ছেলে মোঃ আরিফ হোসেন (২৫)।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য