নিজস্ব প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় এবং কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), রংপুর বিভাগীয় শাখা ০৮ আগস্ট, ২০২১, রবিবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যৌথভাবে অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে দুইটি ফার্মেসীতে জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় আট হাজার টাকা জরিমানা আরোপ করেন।
অভিযানে নেতৃত্ব দেন জনাব মোঃ বোরহান উদ্দিন, সহকারী পরিচালক,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়। ক্যাব রংপুর এর পক্ষে সহযোগিতা করেন জনাব মোঃ আহসান উল হক তুহিন, সেক্রেটারি রংপুর বিভাগ এবং আরআরএফ এর সদস্যবৃন্দ। অভিযান শেষে এই টিম গনেশপুর এলাকায় কয়েকটি গ্যাস সিলিন্ডার এর খুচরা দোকান পরিদর্শন করে নগরীর শাপলা চত্ত্বর এলাকায় টিসিবির পণ্য বিক্রয় মনিটরিং করেন।