রঞ্জিত দাস
মহান বিজয় দিবসে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নির্মিত বাঙালি জাতির গর্ব শহীদ সন্তানদের রক্তধারা কে জীবন্ত রাখার নিমিত্তে নির্মিত জাগ্রত চেতনা এর শনিবার দুপুর ১১ টায় শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এ সময় উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার প্রতিষ্ঠাতা ট্রাস্টি লেখক গবেষক ও বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়া,
উদ্বোধন শেষে উদ্বোধনী আমন্ত্রিত অতিথি শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাগ্রত চেতনা এর ব্যাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । বিজয়ের মাস দিবস ও উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগ্রত চেতনা নির্মাণ কমিটির আহবায় ক জ্যেষ্ঠ প্রভাষক মোঃ সাদাকার হোসেন বিজয় দিবস উদযাপন কমিটির সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন রংপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সাবেক শিক্ষক কর্মচারী শিক্ষার্থী সাংবাদিকবৃন্দ সুধীজন উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।