রংপুরে মিথ্যা তথ্য প্রদানের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ষড়যন্ত্রের শিকার ঝরনা বেগম ও জাহানারা বেগম। সোমবার বিকেলে নগরীর নুপুরে নিজ বাসায় এ সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঝরনা বেগম জানান, একই মহল্লায় দীর্ঘদিন ধরে বসবাস করার সুবাদে আশা মনি এর সাথে পরস্পর ও পরস্পরের জানাশোনা তৈরী হয়। আমি একটি ক্ষুদ্র ঋণ প্রকল্পে কর্মের সুবাদে সেখান থেকে ঋণ উত্তোলনের জন্য ২ হাজার ৪ শত ৫২ টাকা সঞ্চয় বই মূলে জমা করে আশা মনি। যা এখনো ঐ প্রকল্পে জমা আছে। প্রকৃত পক্ষে এত অল্প টাকার বিপরীতে কখনো দুই টা চেক নেয়ার সুযোগ নেই এবং আমাকে প্রদানও করেন নাই।
মূলত আশা মনি’র স্বামী গাড়ি চালক। তার স্বামীর দূর্ঘটনা জনিত সমস্যা হতে তাৎক্ষণিক উদ্ধার পেতে এবং তার ছেলে মাদক মামলা জনিত বিষয়টির নিষ্পত্তির জন্য উপস্থিত পরিস্থিতিতে এই দুইটা চেকের বিপরীতে নগদ টাকা ধার দিয়ে তাকে সহায়তা করি মাত্র। এই টাকা ধার নেয়ার সময় আশা মনি ২০ আগস্ট এর মধ্যে ফেরত দেয়ার সময় নেন।
কিন্তু তিনি টাকা ফেরত না দিয়ে উল্টো আমার নামে টাকা আত্মসাতের ধান্দায় চেকের মামলা দাখিল করেন। বর্তমানে তাকে গচ্ছিত টাকা ধার দিয়ে আমি ও আমার পরিবার মানবেতর জীবন যাপন করছি। তিনি শুধু আমার সাথে নয় বরং আরো অনেকের সাথে প্রতারণা করেছেন।
এদিকে একইভাবে ছল চাতুরীর আশ্রয় নিয়ে স্বামীর মাইক্রোবাস কেনার কথা বলে জাহানারা বেগমের নিকট থেকে ১২লক্ষ টাকা নেন প্রতারক আশা মনি।
সংবাদ সম্মেলন থেকে মিথ্যা মামলা অতি সত্ত্বর প্রত্যাহার করে এবং পাওনা অর্থ ফেরতে প্রশাসনের কাছে জোর দাবী জানান ঝরনা বেগম ও জাহানারা বেগম।