13.7 C
Rangpur City
Thursday, January 1, 2026
Google search engine
Homeবিভাগীয় খবররংপুররংপুরে মাংস ভাগাভাগি নিয়ে ভাতিজার হাতে চাচা খুন

রংপুরে মাংস ভাগাভাগি নিয়ে ভাতিজার হাতে চাচা খুন

মাহাবু্ব রহমান বিপ্লব,

২১মে শুক্রবার বিকেল তিনটার দিকেরংপুরের বদরগঞ্জে উপজেলার রামনাথপুর ইউনিয়ন দক্ষিণ মুকসুদপুর বানুয়া পাড়া গরুর মাংস ভাগাভাগি জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে । নিহত ব্যক্তির নাম রফিকুল।বদরগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, একটি গরুর মাংস কয়েকজন মিলে ভাগে জবাই করে, সেই মাংস ভাগে কম বেশি হওয়ায়,নিহত রফিকুল (৪৫) সাথে তার ভাতিজা হেলাল হোসেন সাথে কাটাকাটির এক পর্যায়ে ভাতিজার ধাড়াালো অস্ত্রঘাতে রফিকুল নিহত হন।  ঘাতক হেলাল ঐ গ্রামের তোবারক হোসেনের ছেলে।ওসি হাবিবুর রহমান আরও বলেন, মামলা প্রক্রিয়াধীন, আসমী ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য