20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

রংপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১শে ফেব্রুয়ারি,২০২২,সোমবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রংপুরে ভাষা শহিদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির ভাষা আন্দোলনের মর্মান্তিক,গৌরবোজ্জ্বল ও স্মৃতি বিজড়িত বিশেষ দিন।

১৭ই নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার পর ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বাংলাদেশের ইতিহাসে ফাল্গুন মাসের সাথে ২১শে ফেব্রুয়ারি একই সূত্রে গাঁথা। কেননা এমাসেই বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়। প্রতিবছর যখন ফাল্গুন মাস আসে তখন আমাদের স্মৃতি চলে যায় ১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারির রক্ত ঝরা দিনে। পূর্বপুরুষদের আত্মত্যাগের গৌরবে আমরা একই সাথে দুঃখী ও সাহসী হয়ে উঠি ও প্রত্যেকের ভেতরে শহিদ মিনার জেগে ওঠে।

২১শে ফেব্রুয়ারি১৯৫২খ্রি.,৮ই ফাল্গুন,বৃহস্পতিবার
১৩৫৮ বঙ্গাব্দ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা
করার দাবিতে রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলি চালালে অনেকেই শহিদ হন। ভাষা শহিদরা হলেন- রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ নাম না জানা আরো অনেকেই। এ ঘটনার প্রেক্ষিতেই ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

রাত ১২:০১মিনিটে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মোস্তাফিজার রহমান মোস্তফা, মেয়র, রংপুর সিটি কর্পোরেশন রংপুর। বিভাগীয় কমিশনার,রংপুর। পুলিশ সুপার, রংপুর।জেলা প্রশাসন রংপুর। প্রভাত ফেরি করে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন- বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য