নিজস্ব প্রতিনিধি :
২৩ আগস্ট, ২০২১, সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন এর নেতৃত্বে একটি বাজার অভিযান টিম নগরীর মেট্রোপলিটন পরশুরাম থানা এলাকার শ্যামলার বাজার নামক স্থানে তিনটি ডিপার্টমেন্টাল স্টোরে বিভিন্ন অনিয়ম ও ভোক্তা অধিকার বিরোধী আচরণের দায়ে জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ও ৩৭ ধারায় ৮০০০ টাকা অর্থদণ্ড আরোপ করেন।
এসময় অভিযানে সহযোগিতায় ছিলেন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), রংপুরের পক্ষে সেক্রেটারি জনাব মোঃ আহসান উল হক তুহিন ও মেট্রোপলিটন পরশুরাম থানার সাব ইন্সপেক্টর অব পুলিশ (এস আই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম।
অভিযানকালে উক্ত বাজার এলাকায় হ্যান্ড মাইক এর সাহায্যে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন দিক তুলে ধরা হয় পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
উল্লেখ্য যে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব এর এরূপ ভেজাল ও নকল বিরোধী এই ধরনের অভিযান দেশব্যাপী অব্যাহত রয়েছে।