নিজস্ব প্রতিনিধি:
২৩ শে ডিসেম্বর, ২০২১, বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক জনাব আফসানা পারভীন এর নেতৃত্বে একটি বাজার অভিযান টিম রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাজারে দু’টি সার ও কীটনাশকের প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য সার বিক্রির দায়ে এবং সাবদি পাড়া এলাকায় একটি নকল চিপস ও লিচি সহ বিভিন্ন প্রকার শিশু খাদ্য প্যাকেটজাত করে বাজারে বিপণনের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৫১,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্যাব প্রতিনিধি, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রতিনিধি ও রংপুর মেট্রোপলিটন প্রেসক্লাব এর প্রতিনিধিসহ বিভিন্ন মিডিয়া কর্মী।