রংপুর জেলা প্রতিনিধি-
২৬ আগস্ট,২০২২, শুক্রবার সকালে রংপুর নগরীর আরকে রোড ও বদরগঞ্জ রোড এলাকায় অভিযান চলাকালে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে বারো হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর।
এ সময় দু’টি প্রতিষ্ঠানে পুরোনো দরের বোতল জাত সয়াবিন তেল পাওয়া যায়। অপরাপর প্রতিষ্ঠানে চালের মূল্য তালিকায় অসংগতি এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্যও পাওয়া যায়। পৃথক অভিযানে নেতৃত্ব দেন বিভাগের সহকারী পরিচালক মো:বোরহান উদ্দিন এবং জেলার সহকারী পরিচালক আফসানা পারভীন। দুই অভিযানেই সহায়তা করে ক্যাব রংপুর ও মেট্রো পলিটন পুলিশ কোতয়ালী থানা’র পুলিশ সদস্যবৃন্দ।