নিজস্ব প্রতিনিধি
০৪ আগস্ট, ২০২১, বুধবার দুপুরে রংপুর নগরীর নব্দীগঞ্জ এলাকায় একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি, বিস্কুট সহ নানা প্রকার শুকনো খাবার প্রস্তুত করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৪০০০ টাকা; সাতমাথা কাঁচা বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে খাদ্য প্রস্তুত করার দায়ে ৪২ ধারায় ২০০০ টাকা একটি এবং চালের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ১০০০ টাকা অর্থদণ্ড আরোপ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
অভিযান চলাকালীন সহযোগিতায় ছিলেন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর বিভাগীয় শাখার জেনারেল সেক্রেটারী মোঃ আহসান উল হক তুহিন, রংপুর মেট্রোপলিটন পুলিশের চৌকস রিজার্ভ ফোর্স ও সিটিএসবি।