ডেস্ক রিপোর্ট
ভূমি সেবা ডিজিটাল/ বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২১। ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত সারাদেশব্যাপী ভূমি সেবা সপ্তাহ পালিত হবে। আজ রোববার (৬ জুন) দুপুর সাড়ে বারটায় রংপুর সদর উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ভূমি সেবা সপ্তাহ- ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ, নামজারির শুনানি গ্রহণপূর্বক ডিসিআর ও খতিয়ান প্রদানসহ জনগণের জন্য অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে।মুজিব শতবর্ষে দেশের ভূমি সেবাকে সকলের জন্য সহজ করার লক্ষে ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া জনগণকে ভূমি সেবা প্রদানের লক্ষে ই-পর্চা, ই-নামজারির কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।
রংপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
RELATED ARTICLES