নিজস্ব প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন জনতার রংপুর এর ১১আগস্ট,২০২১,বুধবার বেলা ১১টার দিকে রংপুর নগরীর শাপলা চত্ত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান। পথসভা শেষে রংপুর শাপলা চত্ত্বর থেকে ডিসি’র মোড় পর্যন্ত নগরীর মহাসড়কে করোনা রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও সকলের জন্য টিকা প্রদান নিশ্চিতের দাবিতে ও মাস্ক পরুন, টিকা নিন,নিজে বাঁচুন অন্যকে বাঁচান এই স্লোগান নিয়ে সংগঠনটি র্যালি কর্মসূচীর আয়োজন করে। উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন জনতার রংপুর এর সদস্যবৃন্দ, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের নেতাকর্মী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও সন্মানিত ব্যক্তিবর্গ।
জনতার রংপুর করোনা ভাইরাস এর শুরু থেকেই জনসচেতনতার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করছে- গণমাস্ক বিতরণ,করোনা রোগীর জন্য বিনামূল্যে অক্সিজেন বিতরণ ও সুচিকিৎসার দাবী। তাই সংগঠনটি করোনা ভাইরাস রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালির আয়োজন করে।