রংপুর মহানগর প্রতিনিধি-
২০অক্টোবর,২০২২,বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের গলি থেকে মিছিল নিয়ে নগরীর প্রধান সড়কে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।
পরে পার্টি অফিসের গলির সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করে চলে যান বিএনপি নেতাকর্মীরা।সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে বলে অভিযোগ করেছেন রংপুরের বিএনপি নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন-মহানগর বিএনপি’র আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহফুজুন্নবী ডন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তাদের অভিযোগ, পুলিশ তাদের সভা-সমাবেশ করতে দিচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ এখন পেট ভরে খেতে পারছে না। এই অবস্থায় সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।