মো: সাকিব চৌধুরী-
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণসহ, সরকার পদত্যাগের এক দফা দাবীতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি।
সোমবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি’র কার্যালয় হতে একটি বিশাল মিছিল শাপলা চত্ত্বর হয়ে ওয়ালটনের সামনে দিয়ে ঘুরে কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে মহানগর বিএনপি’র আহবায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু ও মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজুনবী ডন।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারা অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণসহ সরকার পদত্যাগের এক দফা দাবী জানান। না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।