মো: সাকিব চৌধুরী-
রংপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। সোমবার (০৮ আগস্ট) সকাল ১০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমীতে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা পদক প্রদান ও সেলাই মেশিন বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে একই স্থানে রংপুর জেলা নারী শিক্ষা উন্নয়ন সম্পর্কিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। ভার্চুয়াল আলোচনা সভা শেষে রংপুর জেলার মাঠ পর্যায়ের দরিদ্র, অসহায় ও অস্বচ্ছল মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং স্বেচ্ছাসেবী মহিলা ও মহিলা সংগঠনের উপকার ভোগীদের মধ্যে অনুদান/চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম, রংপুর পুলিশ কমিশনার, মোঃ নূরেআলম মিনা, জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, প্রমুখ।