28.7 C
Rangpur City
Tuesday, May 13, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুররংপুরে প্রাইভেটকারে তল্লাশি, হিরোইন নারীসহ আটক ৫

রংপুরে প্রাইভেটকারে তল্লাশি, হিরোইন নারীসহ আটক ৫

ডেস্ক রিপোর্ট

তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ রংপুরের মিঠাপুকুরে পাঁচজনকে আটক করেছে  র‍্যাব -১৩ এ সময় জব্দ করা হয় একটি প্রাইভেটকার। রবিবার (৬ জুন) সকালে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব -১৩ এর সরকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (০৫ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা- রংপুর মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালানো হয় এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল এবং নগদ টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা হলেন , রাজশাহীর বাসিন্দা খায়রুল ইসলাম (৩৭), জোসনা বেগম (৪৫), নার্গিস বেগম (৪০),জাকিয়া বেগম (২২), এবং প্রাইভেটকার চালক গাইবান্ধার আবুল কালাম আজাদ (৩৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।  এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শনিবার রাতে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ। 

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য