জলনুপুর নামের একটি জলহস্তি রংপুর চিড়িয়াখানায় ৩২ বছর পর প্রথমবার এর মতো ০৪আগস্ট,২০২২ বৃহস্পতিবার সকাল ৯:১৫ মিনিটে বাচ্চা প্রসব করে।
১৯৮৯-১৯৯০ সালে রংপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠার পর সেখানে একটি পুরুষ জলহস্তি ছিলো। ঐ জলহস্তি মারা গেলে একটি নারী জলহস্তি নিয়ে আসা হয়। পরবর্তীতে ২০২১ সালে আরো একটি পুরুষ জলহস্তি যোগ করা হয় চিড়িয়াখানায়। এরপর প্রথম নারী জলহস্তিটি অর্থাৎ জলনুপুর বাচ্চা প্রসব করলো।
সূত্র-রংপুর চিড়িয়াখানা