মো: সাকিব চৌধুরী,
রংপুর নগরীতে বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নগরীর দমদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপ ভ্যানের সহকারী (হেলপার) নগর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন (২০), যাত্রী পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৮) ও তার এক বছর বয়সী ছেলে ওয়ালিদ হোসেন স্বাধীন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, আজ ভোরে দমদম নামক স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় বাড়ির আসবাবপত্র বহন করা পিকআপ ভ্যানে থাকা মা ও শিশুসহ তিনজন নিহত হন। আমরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে যাই। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রংপুর-ঢাকা মহাসড়কে দমদমা ব্রিজের একটু আগে উত্তরে মালবাহী একটি পিকআপ ভ্যানকে ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। পিকআপ ভ্যানটি মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশে সেখানে ইউটার্ন নেওয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা যাত্রীসহ হেলপার নিহত হন। আহত তিনজনের মধ্যে গুরুতর আহত পিকআপ ভ্যানচালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন নিহত শাহিনা বেগমের দেবর ও তার স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রংপুর মহানগরের তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান ও ট্রাক জব্দ করে থানায় নিয়েছে। নিহতদের মরদেহ আইনী পদক্ষেপ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটির চালক ও হেলপার পলাতক।