28.9 C
Rangpur City
Tuesday, April 15, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে পালিত হলো বাংলাদেশ স্কাউট দিবস

রংপুরে পালিত হলো বাংলাদেশ স্কাউট দিবস

মো: সাকিব চৌধুরী

সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার (৮ এপ্রিল) সারাদেশের ন্যায় রংপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্কাউটস এর সদর দপ্তরসহ আঞ্চলিক, জেলা, উপজেলা এবং ইউনিট পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছিলো।

কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় নগরী রংপুরে শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা স্কাউট ভবন আনুষ্ঠানিকভাবে পাতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা স্কাউট ভবন অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্কাউট কমিশনার মোঃ মাহবুবার রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন, জেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুর রহিম, স্কাউটার মোঃ সিদ্দিকুর রহমান-এলটি, সহকারি কমিশনার মোঃ ইকবাল হোসেন প্রমূখ।

কর্মসূচিতে জেলা স্কাউট লিডার, জেলা কাব স্কাউট লিডারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব, স্কাউট ও ইউনিট লিডারবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির ২৪৮ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ০৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস এর সূচনা দিবস হিসেবে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এরই প্রেক্ষিতে ০৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার (২৫ চৈত্র ১৪৩১) চতুর্থ বারের মতো দেশব্যাপী উদযাপিত হলো বাংলাদেশ স্কাউটস দিবস

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য