নিজস্ব প্রতিনিধি:
২৭ এপ্রিল, বুধবার,২০২২ সকাল ৯:৩০মিনিটে মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় রংপুরে আর্তমানবতার সেবায় সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠক তুহিন চৌধুরীর সার্বিক সহযোগিতায় নীড় ফ্রি মেডিকেল ক্যাম্প,ঔষধ ও ঈদ উপহার বিতরণ করে সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নীড়।
নীড়, আত্মমানবতার সেবায় সব সময় বদ্ধ পরিকর থেকে কাজ করে যাচ্ছে সমাজের হত দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষের আত্মকল্যাণে। এরই ধারাবাহিকতায় নীড় আয়োজন করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা গ্রহন, বিনামূল্যে ঔষধ ও আপডেট ডায়াগনস্টিক সেন্টারে সকল পরীক্ষায় ৪০% ছাড়। ৪০% ছাড়ে ডেন্টাল এক্সপার্ট এ সকল প্রকার ওরাল চিকিৎসা সেবা।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
প্রফেসর ডা. কামরুন্নাহার জুঁই, প্রফেসর এন্ড হেড,ডিপার্টমেন্ট অব গাইনি এন্ড অবস্,রংপুর মেডিকেল কলেজ,রংপুর।
ডা.শাহনাজ নাসরুল্লাহ ইলোরা, সহকারী অধ্যাপক,ডিপার্টমেন্ট অব সার্জারি,রংপুর মেডিকেল কলেজ রংপুর।
ডা.এস এম কামাল, সহকারী রেজিস্ট্রার, সার্জারি বিভাগ,রংপুর মেডিকেল কলেজ রংপুর।
জনাব মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) জনাব মোঃ মেনহাজুল আলম, সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন), সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিন), অফিসার ইনর্চাজ মাহিগঞ্জ থানা,রংপুর।
মোঃ ফেরদৌস আলী চৌধুরী
পুলিশ সুপার, রংপুর ।ডিসি মারুফ (অপরাধ),রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর।
বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, রংপুর । বীর মুক্তিযোদ্ধা বাবু রামকৃষ্ণ সোমানী, বিশিষ্ট সমাজসেবক ।
নোমান চৌধুরী,চেয়ারম্যান, দাহামাশি গ্রুপ
আত্মমানবতার সেবক । সামছুল আলম বাবু
সভাপতি, সারগাম ক্লাব, বিশিষ্ট ব্যবসায়ী মাহিগঞ্জ, , রংপুর । মোঃ কামরুজ্জামান চৌধুরী তুহিন
রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ।
প্রতিষ্ঠাতা সদস্য , সারগাম ক্লাব ,মাহিগঞ্জ, , রংপুর ।
ইন্টার্ন ডা. রকিবুল হাসান তারেক , ডা. তানভির রহমান প্রান্ত , ডা. মাসুদ রানা নিখাদ ,ডা.রানা আর্জ জয় ,ডা. নিলয় কুমার মন্ডল ।