রংপুর জেলা প্রতিনিধি।
১৪ নভেম্বর সকালে নগরীর বাহারকাছনা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের বাজার তদারকি চলাকালে একটি মিষ্টান্ন তৈরির কারখানায় অভিযান চালিয়ে মিষ্টি তৈরিতে ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন,হাইড্রোজ,লাল রং, টেষ্টিং সল্ট,ডালডা সহ আরো কিছু ঐ খাদ্যে ব্যবহার অনুপযোগী পদার্থ পাওয়া গেলে প্রতিষ্ঠান টি কে সংশোধন এর সুযোগে দিয়ে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে নগদ ৫০০০ টাকা জরিমানা করেন সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন। পরে শালবন এলাকায় একটি মুদিখানায় চাল,ডাল সহ নিত্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার ৫০০ টাকা জরিমানা করে
প্রকৃত মূল্য অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশ দেন তিনি।
বাজার তদারকি শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন,দেশব্যাপী এরূপ নিয়মিত অভিযানেই পরিশুদ্ধ হচ্ছে সকল
অসাধু ব্যবসায়ী। স্বচ্ছ হচ্ছে ব্যবসা। উপকৃত হচ্ছে সাধারণ মানুষ।