নিজস্ব প্রতিনিধি:
রংপুরের বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নব নিযুক্ত রংপুরের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
০২আগস্ট,২০২২,মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিনি এ মতবিনিময় করেন। তিনি অংশীজনদের কাছে রংপুর বিভাগের নানা সমস্যা,সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা করেন। এ সময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, নব নিযুক্ত পুলিশ কমিশনার নুরেআলম মিনা, জেলা প্রশাসক, আসিব আহসান, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. ছাফিয়া খানমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতায় রংপুর বিভাগের উন্নয়নে তিনি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।