আহসান উল হক –
০২ আগস্ট মঙ্গলবার সকালে নগরীর পীরজাবাদ এলাকায়;( প্রাইম মেডিকেল কলেজ মোড়) একটি আইসক্রিম ফ্যাক্টরিতে তদারকি চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়। এ সময় দুধের পরিবর্তে সাদা পাউডার,
দুধ সহ আম, লিচু,কলা,আনারস ইত্যাদি ফ্লেভার, চকলেট এর পরিবর্তে চকলেট কালার, চিনির পরিবর্তে স্যাকারিন সহ নানা ধরনের নিষিদ্ধ ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছিল কাপ,বার,আইসললী সহ নানা ধরনের আইসক্রিম।
উপযুক্ত তথ্য প্রমাণ ও ঘটনার সদুত্তর দিতে ব্যর্থ হয়ে অপরাধের দায় স্বীকার করায় তাৎক্ষণিক ২০,০০০ টাকা জরিমানা এবং সকল উপকরণ ধ্বংস করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় তার সাথে ছিলেন সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন।
পরে সেখান থেকে নিসবেতগঞ্জ এলাকায় আরো একটি রেস্টুরেন্টে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০০০ এবং ক্যান্টনমেন্ট চেকপোস্ট এলাকায় একটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ডিসপ্লেতে বিক্রির জন্য প্রদর্শন করার অপরাধে ২০০০ টাকা জরিমানা করেন তারা। এ তদারকি চলাকালীন সহায়তা করে রংপুর মেট্রো পলিটন পুলিশ ফোর্স ও CAB রংপুর।