রংপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১০ বছর জেল ০১ লক্ষ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার-
রংপুরের পীরগাছা উপজেলায় ৩ বছর আগে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা মামলায় একজনকে দশ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
বূধবার(২৪ আগস্ট) সকালে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২ এর বিচারক রোকুনুজ্জামান এ রায় ঘোষণা করেন।
আসামি শ্রী ভোজন রায় । রায় ঘোষণার সময় আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
১০ বছর কারাদন্ডর পাশাপাশি বিচারক তার এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের
(১০ আক্টবর) পীরগাছা উপজেলার পঞ্চনন গ্রামের নাবালিকা মেয়েকে একই গ্রামের ভোজনরায় রায় বাড়ি থেকে ডেকে নিয়ে জমি থেকে হাস বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় তার বাড়িতে। সেখানে তার শয়ন ঘরে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি নাবালিকা হওয়ায় ধর্ষণ করতে ব্যর্থ হয়। এবং মেয়েটি নাবালিকা হওয়া মেয়ের যৌনাঙ্গের উপরে ঘসাঘসি করিয়া বির্যপাত ঘটায়।পরে মেয়েটি বাসায় বলে।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।