নিজস্ব প্রতিনিধি:
০৩জুন,২০২২,শুক্রবার, রাত ৮:৩০মিনিটে শিল্পধারা,শিশু-কিশোর সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর এর পক্ষ থেকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা দেশ ও দশের প্রতিধ্বনি “দৈনিক মতপ্রকাশ” ০৮ বছর পেরিয়ে ০৯ বছরে পদার্পণ করায়- ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
উক্ত অনুষ্ঠানের আয়োজন ছিল কেক কাটা ও পরে পত্রিকার সাফল্য নিয়ে আলোচনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – মনোয়ারা সুলতানা মলি,২৩,২৬ ও ২৭নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর,রংপুর সিটি কর্পোরেশন রংপুর। মাহমুদন নবী বাবুল,সভাপতি,ম্যানেজিং কমিটি,আলম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রংপুর।ইউনুছ কবির মিঠু, কার্যকরীসদস্য,শিল্পধারা,রংপুরআহসানুল হক তুহিন,সাধারণ সম্পাদক,ক্যাব,রংপুর জেলা।
মাহফুজার রহমান মনির। এস আর লিখু,স্টাফ রিপোর্টার,দৈনিক মতপ্রকাশ। মো: সাজেদুল করিম,রংপুর সদর প্রতিনিধি,দৈনিক মতপ্রকাশ।মো: সাকিব চৌধুরী,রংপুর মহানগর প্রতিনিধি,দৈনিক মতপ্রকাশ।
আরো উপস্থিত ছিলেন শিল্পধারা’র শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।