20.9 C
Rangpur City
Tuesday, December 24, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে দূর্ঘটনায় গৃহবধূ নিহত

রংপুরে দূর্ঘটনায় গৃহবধূ নিহত

মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার

রংপুরে দূর্ঘটনায় গৃহবধূ নিহত, ট্রাকে আগুন দিয়ে চালককে গণপিটুনি। রংপুর পীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক গৃহবধূ নিহত হয়েছে। ১২আগস্ট,
শুক্রবার সকালে উপজেলার মদনখালি ইউনিয়নের জাফরপাড়া নামক এলাকায় সাইফুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৩৬) নামে ওই গৃহবধূ নিহত হন।

দূর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বালুবাহী ট্রাকটি আটক করে আগুন লাগিয়ে দেয়। চালক রায়হান মিয়াকে (১৮) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে ওই সড়ক দিয়ে হাটছিলেন নুরজাহান। এ সময় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাক চালককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এবং ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিভিয়ে ফেলে। পরে এলাকবাসী নিহতের লাশ নিয়ে দুপুর ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান-
এলাকাবাসীর সহায়তায় ট্রাক চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী থানায় একটি মামলা করেছেন।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য