20.9 C
Rangpur City
Thursday, December 26, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে দুই মাদক সম্রাজ্ঞী আটকঃ কোটি টাকা মূল্যের হিরোইন উদ্ধার

রংপুরে দুই মাদক সম্রাজ্ঞী আটকঃ কোটি টাকা মূল্যের হিরোইন উদ্ধার

খন্দকার মিলন আল-মামুন, রংপুরঃ

রংপুরে মাদক বিরোধী অভিযানে দুই মাদক সম্রাজ্ঞীসহ প্রায় কোটি টাকা মূল্যের হিরোইন আটক করেছে র‌্যাব ১৩ রংপুর।

জানা গেছে, ৯ সেপ্টেম্বর সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ১শ ২০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক সম্রাজ্ঞী কে আটক করেন। এদের মধ্যে একজনের নাম মোছাঃ গোলচেহেরা বেগম (৩২)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া বাইপাস এলাকার মৃত আমির হোসেনের মেয়ে। তার স্বামীর নাম মোঃ ইমদাদুল হক। অপর সহযোগীর নাম মোছাঃ রেজিয়া আক্তার (৩৬)। তিনি নীলফামারীর জলঢাকা থানাধীন খুটামারা এলাকার
মৃত সৈয়দ আলীর মেয়ে। তার স্বামীর নাম মোঃ মানিক মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা র‌্যাবের কাছে স্বীকার করেন। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
এ ঘটনায় সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর কর্তৃক রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য