20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে দাম বাড়লো ডিমের,কমেছে ব্রয়লার মুরগির দাম

রংপুরে দাম বাড়লো ডিমের,কমেছে ব্রয়লার মুরগির দাম

মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার:

রংপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পোলট্রি মুরগির ডিমের দাম। প্রতি হালি ডিমে ২ টাকা বেশি রাখা হচ্ছে। পাকিস্তানি মুরগির দাম বাড়লেও কমেছে ব্রয়লারের। তবে চাল, ডাল, আটা, ময়দাসহ অপরিবর্তিত রয়েছে তেলের দাম।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৩-৪৪ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৪১-৪২ টাকা।

রংপুর সিটি বাজারের বিভিন্ন পাইকারি দোকানে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতিহালি ডিম পাইকারি বিক্রি হচ্ছে ৪১-৪২ টাকা। যা গত সপ্তাহে ছিল ৩৮-৩৯ টাকা।

মুলাটোল আমতলা বাজারের ডিম বিক্রেতা হারুন মিয়া জানান, সোমবার পাইকারি বাজারে ডিমের হালি ছিল ৩৮-৩৯ টাকা। একদিনের ব্যবধানে প্রতি হালি ডিম কিনতে হচ্ছে ৪১-৪২ টাকা। ফের সিন্ডিকেটের কবলে চলে যাচ্ছে ডিমের বাজার।

খুচরা বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১৯০-২০০ টাকা। এছাড়া পাকিস্তানি মুরগি ২৯০-৩০০ টাকা থেকে বেড়ে ৩০০-৩১০ টাকা, লেয়ার আগের মতোই ২৭০-২৮০ টাকা এবং দেশি মুরগি ৩৮০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

টার্মিনাল বাজারের মুরগি বিক্রেতা মিঠু বলেন, আমদানির ওপর নির্ভর করে দাম ওঠা-নামা করে।

এক লিটার বোতলজাত সয়াবিন তেল গত সপ্তাহের মতোই ১৯২ টাকা, দুই লিটারের বোতল ৩৮৪ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৭০-১৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

খুচরা পর্যায়ে প্রতি কেজি টমেটো গত সপ্তাহের চেয়ে ১০-২০ টাকা বেড়ে ১৫০-১৬০, আগের মতোই গাজর ১৬০-১৭০, করলা ৫০-৬০, শসার দাম কমে ৪৫-৫০, চিকন বেগুন ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩০-৩৫, আগের সপ্তাহের মতোই গোল বেগুন ৪৫-৫০, ঢ্যাঁড়স ৫-১০ টাকা কমে ৩৫-৪০, পেঁপে ১৫-২০ টাকা, কাঁচামরিচ ৪৫-৫০, লাউ প্রতি পিস ৩০-৩৫ টাকা, লেবু প্রতি হালি ৬-৮ টাকা, কাঁচকলা ২৫-৩০ টাকা,

গরুর মাংসের দাম কমে ৬৬০-৬৫০ টাকা এবং খাসির মাংস ৮০০-৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে, গত সপ্তাহের মতোই বাজারে খোলা চিনি ৯০ টাকা এবং প্যাকেট চিনি ৮৮ টাকা, মসুর ডাল (মাঝারি) ১১০-১২০ টাকা, চিকন ১৩৫-১৪০ টাকা, মুগডাল ১৪০-১৫০ টাকা, বুটডাল ৮০ টাকা, প্যাকেট আটা ৫৩-৫৫ টাকা ও খোলা আটা ৫০-৫২ টাকা এবং ময়দা ৬৮-৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দামে তেমন হেরফের হয়নি। স্বর্ণা (চিকন) চালের দাম গত সপ্তাহের মতোই ৫৪-৫৫ টাকা এবং মোটা ৪৮-৫০ টাকা, বিআর২৮ ৬০-৬৫ টাকা, মিনিকেট ৭২-৭৫ টাকা এবং নাজিরশাইল ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য