নিজস্ব প্রতিনিধি:
০৩আগস্ট,২০২২, বুধবার সকালে রংপুর মহানগর কামালকাছনা,মাহিগঞ্জ ও সাতমাথা এলাকায় তিনটি প্রতিষ্ঠানে ৮০০০ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়।
এগুলোর মধ্যে একটি ইলেকট্রনিক পণ্য, একটি রেস্টুরেন্টে ও একটি এলপিজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান। অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম এবং সাথে ছিলেন সহকারী পরিচালক
মো: বোরহান উদ্দিন।
অভিযানটি মাহিগঞ্জ বাজার থেকে শুরু করে সাতমাথা হয়ে কামালকাছনা বাজারে এসে শেষ হয়। এ অভিযানে সহায়তা করে CAB রংপুর ও রংপুর মেট্রো পলিটন পুলিশ।