20.9 C
Rangpur City
Monday, December 23, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে ডেঙ্গু সচেতনতায় বিএনপি'র লিফলেট বিতরণ

রংপুরে ডেঙ্গু সচেতনতায় বিএনপি’র লিফলেট বিতরণ

মো: সাকিব চৌধুরী-

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ডেঙ্গু জ্বরে কাঁপছে বাংলাদেশ। স্বাস্থ্যখাতে সর্বগ্রাসী দূর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারি আকার ধারণ করেছে। এ বছর অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ডেঙ্গু মৃত্যুদূত হিসেবে আবির্ভূত হয়েছে। সংবাদ মাধ্যমে ডেঙ্গু জনিত মৃত্যু সংবাদই এখন প্রধান শিরোনাম। সরকারের অবহেলা ও উদাসীনতায় ডেঙ্গু এখন মহামারি আকার ধারণ করেছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রংপুর মহানগর বিএনপি আয়োজিত ডেঙ্গু জ্বরের সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ বিতরণ শেষে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান শামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এড, মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, এসময় বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলার সভাপতি নাজমুল আলম নাজু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক ও মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর মহিলা দলের সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, জিয়া পরিষদ রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক ড. রোকনুজ্জামান রোকন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি প্রমুখ। এছাড়াও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডেঙ্গু জ্বরে কাঁপছে হাসপাতালে রোগীদের ঠাঁই হচ্ছে না, আবার চিকিৎসা ব্যয় মেটাতে নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষ। লাশের সারি প্রতিদিনই দীর্ঘায়িত হচ্ছে। শুধুমাত্র সরকারের সূর্নীতি ও অবহেলার কারণে এই রোগ এখন নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে।

ভেঙ্গু প্রতিরোধে চিকিৎসা সংগ্রামের দাম বৃদ্ধি যেমন, মশা মারার ঔষধ, স্প্রে, স্যালাইন, রোগ নির্ণয়ের কিটের অপ্রতুলতা ও নিম্নমানের জন্য ডেঙ্গু রোগ প্রকট রূপ নিয়েছে। ঢাকার বাইরে রোগ নির্ণয়ের কিট পাওয়া যাচ্ছে না।

ডেঙ্গু প্রতিরোধের নামে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনগুলো হাজারো কোটি টাকা লুটে নিচ্ছে। শুধু ঢাকা সিটিতেই মশা নিধনে বাৎসরিক বাজেট প্রায় ২ হাজার কোটি টাকা যা, ক্ষমতাসীন দলের লোকজনই আত্মসাত করছে।

ডেঙ্গু শুরু হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ও মেয়র পরিবারসহ প্রমোদ ভ্রমনেই প্রমানিত হয় এই রোগ নিয়ে শাসকগোষ্ঠীর অবহেলা ও উদাসীনতা। বক্তারা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দি নেতাকর্মীদের নি:র্শত মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য