রংপুরে কেরানিপাড়া এলাকায় কেরামতিয়া মসজিদের সামনের ডাস্টবিনে ০২/০৬/২০২১ বুধবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে দু’দিনের নবজাত শিশুকে কে বা কারা ফেলে যান। স্থানীয় লোকজন নবজাত শিশুকে দেখতে পেয়ে ডাস্টবিন থেকে তুলে ৯৯৯ কল দিলে দ্রুত রংপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে এসে মেয়ে নবজাত শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শিশু বিভাগে ৯ নং ওয়ার্ডে ভর্তি করান। এবং কর্তব্যরত ডাক্তার ও নার্স এর সহযোগিতায় এখন অনেকটা সুস্থ আছে বলে জানান। তবে ঠোঁটে একটি ক্ষত দাগ দেখা যায়। ডাক্তারদের ধারণা এটা জন্মগত ক্ষত দাগ হতে পারে। বাচ্চাটার এখনো কোন পরিচয় পাওয়া যায়নি এ বিষয়ে নবজাত শিশুটির পরিবারের সন্ধান নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আরপি এমপি কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ।