নিজস্ব প্রতিনিধি:
মাননীয় বাণিজ্যমন্ত্রী,টিপু মুনশি,এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ০৮ অক্টোবর,২০২১,শুক্রবার বিকেলে রংপুর গোল্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্সে ডায়মন্ড ওয়ার্ল্ড প্রতিষ্ঠান উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু,ভাইস প্রেসিডেন্ট,এফবিসিসিআই। মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, পুলিশ কমিশনার,রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর। মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, প্রেসিডেন্ট, চেম্বার অব কমার্স,মমতাজ উদ্দিন আহমেদ, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ,রংপুর জেলা শাখা। সাফিয়ার রহমান সফি,সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ,রংপুর মহানগর শাখা। তুষার কান্তি মন্ডল,সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ,রংপুর মহানগর শাখা এবং গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
ডায়মন্ড ওয়ার্ল্ড এর উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বলেন, ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজ এর দাম বাড়ার মূল কারণ। সেখানে দাম বাড়ায় আমাদের দেশেও পেঁয়াজ এর দাম বেড়েছে। ভারতে দাম কমলে
এখানেও কমে আসবে। তবে বাজার মনিটরিং করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন বিশ্ব বাজারে চিনির দাম বেশি হওয়ার কারণে দেশে এর প্রভাব পড়েছে।