নিজস্ব প্রতিনিধি:
রংপুরে সারাদেশের মতো ১৫ই আগস্ট, ২০২১ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে বঙ্গবন্ধু সহ সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয় ।
বঙ্গবন্ধু ম্যুরালের সামনে গার্ড অব অনার প্রদান ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়,জেলা প্রশাসন রংপুর,মেট্রোপলিটন পুলিশ রংপুর, সিটি কর্পোরেশন, রংপুর এর উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
সকালে রংপুর নগরীর ডিসি’র মোড় বঙ্গবন্ধু ম্যুরালে জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় রংপুরের বিভিন্ন সরকারি-
বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক,
সামাজিক-স্বেচ্ছাসেবী,সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মী,শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংবাদিক মহল।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁঁর ম্যুরালে বঙ্গবন্ধু সহ সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদনে বেলা বাড়ার সাথে সাথে সর্বস্তরের মানুষের ভিড় জমে।
১৫ আগস্ট ডিসি’র মোড় বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা পরিষদ রংপুর, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ,মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলাপ্রশাসক,জেলা পুলিশ সুপার, রংপুর সিটি কর্পোরেশন,জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, জয়বাংলা সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।