রংপুর সদর প্রতিনিধি-
‘দেশ জুড়ে র্নিভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব,শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ প্রতিপাদ্য বিষয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপিত হচ্ছে।
জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে ৬ অক্টোবর,২০২২,বৃহস্পতিবার,রংপুরে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক রংপুর জনাব মো:আসিব আহসান মহোদয় এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার জনাব মো: সাবিরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক স্থানীয় সরকার জনাব মো: ফজলুল কবীর,জেলা আওয়ামী লীগ সভাপতি জনাব মমতাজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সদর, রংপুর জনাব মোছা: নুরুন্নাহার বেগম, সিভিল সার্জন, উপজেলা শিক্ষা অফিসার সদর,চেয়ারম্যান জনাব মো: আমেনুর রহমান, ইউপি সচিব আশরাফ উদ্দিন বাবু, গ্রাম পুলিশ প্রতিনিধি প্রমুখ।
সভা শেষে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ভালো কাজের জন্য রংপুরের সারাই ইউপি সচিব আশরাফ উদ্দিন বাবু ও কৈকুরী ইউপি সচিব সাগর রায় পুরস্কৃত হয়। পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার জনাব মো: সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক জনাব মো: আসিব আহসান সহ অতিথি মহোদয়।