ডেস্ক নিউজঃ
রংপুরে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল উদ্ধার করে ছয় জন চোরকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। রংপুরে ক্লুলেস মোটর সাইকেল চুরির রহস্য উদঘাটন। চুরি হওয়া ছয়টি মোটর সাইকেল উদ্ধার ও ছয় জন চোরকে গ্রেফতারের ঘটনা ৫জুন শনিবার সকাল এগারটায় সংবাদ সম্মেলনে বিবৃতি প্রদান করেন আরপিএমপি ডিসি ক্রাইম জনাব,আবু মারুফ হোসেন। ৪ মে শুক্রবার ২০২১ রংপুর নগরীর চাউল আমোদপাড়া সিঙ্গার গলির বাসা থেকে ভোরবেলা এপাসি আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেল চুরি হয়ে যায়।চুরির ঘটনাটি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করা হলে মামলার সূত্র ধরে অভিযান পরিচালনা করে শুভ আহমেদ ও সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে পরবর্তী সময়ে গংগাচড়া থানার রবিউল হাসানকে সহ চুরি যাওয়া এপাসি আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এবং সেই সাথে আব্দুল বাতেন মিয়া, রবিউল ইসলাম, হাসান আলী তুহিন গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে আরো চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটর সাইকেল উদ্ধার হওয়ায় মোটর সাইকেলের প্রকৃত মালিক সন্তুষ্টি প্রকাশ করেন ।পুলিশ জানিয়েছেন আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের নিকট উদ্ধারকৃত মোটর সাইকেল হস্তান্তর করা হবে।