33.6 C
Rangpur City
Sunday, April 20, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে গৃহবধুকে অপহরণ মামলায় অপহরণকারীর যাবজ্জীবন কারাদন্ড

রংপুরে গৃহবধুকে অপহরণ মামলায় অপহরণকারীর যাবজ্জীবন কারাদন্ড

মোঃ সাকিব চৌধুরী,

রংপুরে গৃহবধুকে অপহরণ মামলায় মাজহারুল ইসলাম জুয়েল নামে এক অপহরণকারী যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।

রোববার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। জুয়েল পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার সুলতানপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী সেলিনা বেগমকে তার চাচাতো বোনের স্বামী মাজহারুল ইসলাম জুয়েল গত ২০০১ সালের ৭ অক্টোবর ফুসলিয়ে অপহরণ করে। খবর পেয়ে মজনু মিয়া জুয়েলকে বড়দরগা এলাকা থেকে তাকে করে মিঠাপুকুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় মজনু মিয়া বাদী হয়ে জুয়েলের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত জুয়েলের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

আসামী জুয়েল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করার আদেশ দেয় আদালত।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য