স্টাফ রিপোর্টার-
২৩এপ্রিল,২০২৪,মঙ্গলবার,বেলা ১১টায় বাজার জাতে অস্বাস্থ্যকর,অনিরাপদ এবং গ্রেডবিহীন ড্রামের ভোজ্য তেল ব্যবহারে নিষিদ্ধের দাবিতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব রংপুর এর পায়রা চত্ত্বর রংপুরে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলা ক্যাব’র সভাপতি আব্দুর রহমান। উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্যাব’র সহ সভাপতি
জসীম উদ্দীন, আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহসানুল হক তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম লিখু সহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর মহানগর ক্যাব’র সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক জনাব মো.সাজেদুল করিম কনক। এতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, প্রচার সম্পাদক ইউনুছ কবির মিঠু ও সদস্য সাকিব চৌধুরী সহ মহানগর ক্যাব’র অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে ক্যাব’র পক্ষ থেকে জনসাধারণকে
সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।